প্রধান শিক্ষকের বাণী
জ্ঞান হচ্ছে আবরনে শিক্ষা হচ্ছে আচরনে। আচরনের কাঙ্খিত ও স্থ্ায়ী পরিবর্তন ই হচ্ছে শিক্ষা যা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। জীবনকে সুন্দর ও অর্তবহ করে গড়ে তোলার লক্ষ্যে তরি অন্তর্নিহিত ও গনাবলির সর্বোত্তম বিকাশ ঘটানোই শিক্ষার স্বরূপ
"Education helps a man distinguish between right and wrong .It enriches our mind .It changes our outlook."
পুরো বিশ্বে এখন পরিবর্তনের ছোঁয়া লেগেছে। বিশ্বের অধিকাংশ দেশে জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাবিত হয়েছে আমাদের দেশে ও ঐ পরিবর্তনের স্পর্শ লেগেছে। তাই সরকার নতুন কারিকুলাম সংযোজন করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত,দেশপ্রেমিক উৎপাদনমূখী ,অভিযোজন সক্ষম,মূল্যবোধসম্পন্ন সুখী ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলা ই হচ্ছে এই কারিকুলামের লক্ষ্য। তাই আমাদের/আপনার সন্তানকে স্মার্ট ,দক্ষ ও মানবিক গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। সরকারের শিক্ষানীতিতে সবার জন্য শিক্ষা কর্মসূচী থাকলে ও তা বাস্তাবায়ন করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। একটি সুশিক্ষিত জাতি গঠনে সরকারের পাশাপাশি সামাজিক ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। আর সেই দায়বদ্ধতা থেকেই শিক্ষা ও জ্ঞানর্জনে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও মেধার সমন্বিত উৎকর্ষ সার্বনের প্রত্যয়ে ভোলা জেলার ঐতিহ্যবাহী শতবর্ষী প্রতিষ্ঠান দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের পথচলা শুরু। আমি শুধু আশা নয় ,বরং বিশ্বাস করি,
Today’s reader, Tomorrow's leader.
দৌলতখান সরকারী উচ্চ বিদ্যালয় হউক আপনার সন্তানের প্রথম পছন্দের জ্ঞানলয়।
নামঃ রাহিমা আকতার
পদবীঃ প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
বিদ্যালয়ের নামঃ দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়
যোগদান তারিখঃ ০১ জুলাই ২০২৩